ফের বিতর্কে কেন্দ্রে গেরুয়াশিবির। নির্বাচনের একটা বড় অংশ জুড়ে থাকে প্রচার, প্রচার সর্বস্ব বিজেপির রাজনৈতিক প্রচারের অন্যতম মাধ্যম হল সামাজিক যোগাযোগ মাধ্যম, যার বড় অংশ জুড়ে রয়েছে ফেসবুক। রিলায়েন্স ব্যবসায়ীক গ্ৰুপের টাকায় ফেসবুকে বেনজিরভাবে নির্বাচনী প্রচার চালিয়েছে বিজেপি? কেবল প্রচারই নয় আদপে চলেছে মিথ্যাচার! উঠছে প্রশ্ন। চাঞ্চল্যকর তথ্য ক্রমেই প্রকাশ্যে আসছে। মাথাচাড়া দিয়ে উঠেছে বিতর্ক।
বিগত ২০১৯-এর লোকসভা নির্বাচনে সন্ত্রাসবাদে অভিযুক্ত হিন্দুত্ববাদী বলে পরিচিত প্রজ্ঞা সিংহ ঠাকুরকে প্রার্থী করে বিজেপি। সেই সময় প্রজ্ঞার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চললেও চিকিৎসার কারণে তাকে জামিন দেওয়া হয়। মহারাষ্ট্রের মালেগাও মোটরসাইকেল বিস্ফোরণে, যেখানে ৬ জন মানুষ মারা গিয়েছিলেন, সেই ঘটনায় অভিযুক্ত ছিলেন প্রজ্ঞা। কিন্তু নাশকতায় অভিযুক্ত প্রার্থীর হয়ে বিজেপি মিথ্যা প্রচার করতে শুরু করে। ফেসবুক জুড়ে চালানো হয় মিথ্যে বিজ্ঞাপন। বিজ্ঞাপনে দেখানো হয়, জামিন নয়, প্রজ্ঞা সিংহকে ওই মামলা থেকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। একদিনে ভিডিওটি ৩ লক্ষ ভিউ পায় এবং সাধ্বী প্রজ্ঞা জিতে যান।
পাশাপাশি, রাজনৈতিক ফায়দা তুলতে একটি ফেসবুক বিজ্ঞাপনে তদানিন্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর একটি বক্তব্যকে অন্যভাবে উপস্থাপন করা হয়। বিজেপি ও সন্ত্রাসবাদের যোগসূত্র প্রসঙ্গে রাহুল বলেন, এর আগে নয়ের দশকে বিজেপি যখন ক্ষমতায় ছিল, তখন পাকিস্তানী বেআইনি অস্ত্র কারবারি মাসুদ আজহারকে মুক্ত করে দেওয়া হয়েছিল। মজা করে রাহুল আজহারকে আজহারজী সম্বোধন করেছিলেন। রাহুলের বক্তব্যের ভিডিও কেটে সেই সম্বোধনকে নিয়ে ভিন্নভাবে উপস্থান করা হয়, নির্বাচনের ১ মাস আগে ভিডিওটি তুমুলভাবে প্রচার করা হয়। মাত্র চার দিনে সাড়ে ছয় লক্ষ ভিউ পায় ভিডিওটি। ফেসবুক সূত্রে জানা গিয়েছে এনইডাবলুজে নামের একটি ফেসবুক পেজকে ওই দুটি বিজ্ঞাপন প্রচার করার জন্য পয়সা দেওয়া হয়েছিল। এনইডাবলুজে হল নিউ ইমারজিং ওয়ার্ল্ড অফ জার্নালিজম লিমিটেড, যা জিও তথা রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির অধীনস্থ সংস্থা।
প্রসঙ্গত, বিগত এক বছর যাবৎ দ্য রিপোর্টার’স কালেকটিভ নামের একটি সাংবাদসংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে বিশ্লেষণ করছে। ফেসবুক ও ইন্সটাগ্রাম মিলিয়ে ফেব্রুয়ারি ২০১৯ থেকে নভেম্বর ২০২০ পর্যন্ত ৫৩৬,০৭০ টি রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ফেসবুক নিয়ম বহির্ভূতভাবে বিজেপিকে বাড়তি সুযোগ করে দিয়েছে। নির্বাচনে যার ফসল তুলেছে বিজেপি। ওই ২২ মাস সময়ের মধ্যে দেশের নির্বাচন ও নয়টি রাজ্যের নির্বাচনে বাড়তি লাভ পেয়েছে বিজেপি। রিলায়েন্সের টাকায় বিভিন্ন সংস্থা এই কাজ করে গিয়েছে।
বিশ্বাসযোগ্যতা বাড়াতে বিজেপির রাজনৈতিক প্রচারের বিজ্ঞাপনকে খবরের মোড়কে পরিবেশন করা হয়েছে, ‘নিউজ’ নিজেদের একটি স্টার্টআপ বলে দাবি করে, যারা ছোট শহর ও গ্রামের মানুষের কাছে খবর পৌঁছে দেয়। মূলত এরা রাজনৈতিক প্রচার করে, কিন্তু খবরের আকারে বিজেপি কেন্দ্রিক ভিডিও তৈরি করে পেজটি। ভুয়ো তথ্য, মিথ্যে খবর, মুসলমান বিরোধী মন্তব্য ছড়িয়ে দেয় একটি খবরের সংস্থাটি। বিজেপি বিরোধী দলগুলোর বিরুদ্ধেও সরব হন এরা। ফেসবুক অ্যাড লাইব্রেরীর তথ্য বলছে লোকসভা নির্বাচন চলাকালীন তিন মাসে ‘নিউজ’ ১৭০ টি রাজনৈতক বিজ্ঞাপন চালিয়েছে। যার মাধ্যমে বিজেপি নেতাদের প্রচার করা হয়েছে, বিজেপিকে ভোট দেওয়ায় জন্য ভোটদাতাদের প্রভাবিত করা হয়েছে। জাতীয়তাবাদী, ধর্মীয় আবেগের হাওয়া তুলে বিজেপিবান্ধব পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।
বিজ্ঞাপনের মাধ্যমে বিরোধী দলগুলোকেও আক্রমণ করেছে ‘নিউজ’ অরাজনৈতিকভাবে সুপরিকল্পিত উপায়ে বিজেপির রাজনৈতিক প্রচার চালিয়ে গিয়েছে সংস্থাটি। ভারতের ইতিহাস ও সংস্কৃতিক তথ্যের আড়ালে ভিডিওর মাধ্যমে বিজেপির কথাই ছড়িয়ে দেওয়া হত। ‘নিউজ’- এর প্রতিষ্ঠা শালভ উপাধ্যায়ের সঙ্গে বিজেপি এবং রিলায়েন্স গ্রুপের যোগাযোগ রয়েছে। ওঁর বাবা উমেশ উপাধ্যায় রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের মিডিয়া ডিরেক্টর। এর আগে তিনি রিলায়েন্সের মালিকানাধীন সংবাদ পরিবেশনকারী সংস্থা নেটওয়ার্ক ১৮ গ্রুপের সভাপতি ছিলেন। তার এক ভাই সতীশ উপাধ্যায় হলেন বিজেপির প্রথম সারির নেতা, এবং দিল্লি বিজেপির প্রাক্তন প্রেসিডেন্ট। এইভাবে প্রত্যক্ষভাবে বিজেপির প্রচার করলেও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। ডিজিটাল প্লাটফর্মের উপর নির্বাচন কমিশন কোনরকম নিষেধাজ্ঞা জারি করেনি। সে সুযোগ পুরোদমে ব্যবহার করেছে বিজেপি। আর নির্বাচন কমিশনের নিষ্ক্রিয় মনোভাবের জন্য ফেসবুকও ‘নিউজ’-কে ছাড় দিয়েছে।
…