বেঙ্গালুরুতে দু’ইনিংসেই মারমুখী মেজাজে দেখা গিয়েছে ঋষভ পন্থকে। ঘূর্ণি পিচে প্রতিআক্রমণ করেছেন তিনি। প্রথম ইনিংসে আউট হয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান এসেছে। ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্টে দ্রুততম অর্ধশতরান করেছেন তিনি। পন্থের এই আক্রমণাত্মক ব্যাটিংয়ে মুগ্ধ সতীর্থ যশপ্রীত বুমরা। তাঁর মতে, সাজঘর থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা করে নামেন পন্থ।
দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি আউট হওয়ার পরে ব্যাট করতে নামেন পন্থ। প্রথম বল থেকেই মারমুখী মেজাজে ছিলেন তিনি। অর্ধশতরান করার পথে সাতটি চার ও দু’টি ছক্কা মারেন পন্থ। যদিও ৩১ বলে ৫০ করে বড় শট মারতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।
দ্বিতীয় দিনের খেলা শেষে বুমরা বলেন, ‘‘সবাই এক রকম ভাবে খেলতে পারে না। পন্থের খেলার ধরনটাই ওরকম। পন্থ অন্য রকমের পরিকল্পনা করে খেলতে নামে। নিজের শক্তি অনুযায়ী খেলে। দলে সবাই যে এক ছন্দে খেলতে পারে না সেটা আমরা জানি। যত দিন যাচ্ছে তত অভিজ্ঞ হচ্ছে পন্থ। সাজঘর থেকেই আক্রমণাত্মক পরিকল্পনা করে খেলতে নামে ও। সেটা আমাদের জন্য ভাল।’’
বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৮ বলে অর্ধশতরান করেন পন্থ। এর আগে ভারতীয়দের মধ্যে টেস্টে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছিল কপিলের দখলে। ১৯৮২ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ বলে অর্ধশতরান করেছিলেন কপিল। ৪০ বছর ধরে সেই রেকর্ড অক্ষত ছিল। এ বার তা ভাঙলেন পন্থ।