বৃহস্পতিবার উত্তরপ্রদেশ-সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আর তাতে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে উত্তরপ্রদেশের মসনদ নিজেদের দখলেই রাখতে পেরেছে বিজেপি। ৪০৩টি আসনের মধ্যে ২৭৩টি আসনে জয়ী হয়েছে তারা। যেখানে রাজ্যের প্রধান বিরোধী দল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি পেয়েছে মাত্র ১১১টি আসন। আর এর পরেই আনন্দে আত্মহারা হয়ে উঠেছে গেরুয়া শিবির। তবে বিজেপির এই জয়কে ততটাও বড় করে দেখতে নারাজ সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর কথায়, উত্তরপ্রদেশ ও বাংলা বিধানসভা ভোটের ফল শতাংশের নিরিখে বিচার করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অনেক এগিয়ে।
এদিকে, বৃহস্পতিবারই যোগীরাজ্যে বিজেপির জয় প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ২০২৪ সালে এই বাংলা থেকে কম করে ২৫ জন সাংসদ দেবে বিজেপি। ‘২৪-এ বিজেপি ৪০০ পার করবে দেশে। এ নিয়ে জয়প্রকাশের খোঁচা, ‘শুধু মুখের কথায় হবে না। ২৯৪-এ ২১৩টা আসন শতাংশের হারে তো ৪০৩-এ যা পেয়েছে তার থেকে অনেক বেশি। তা হলে তো তৃণমূলের সাফল্যের হার আরও বেশি। এটাকে মেনে নিতে হবে। সেই ভোট তো কেন্দ্রীয় বাহিনী দিয়েই হয়েছিল। ইসবার ২০০ পার বলে তো কিছুই হল না।’ একইসঙ্গে এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকেও পালটা দিয়েছেন তিনি।
উত্তরপ্রদেশে বিজেপির জয় নিয়ে দিলীপ এই মন্তব্য করেছিলেন যে, ‘লখিমপুর, হাথরসের গল্প বলেছিলেন উনি। সবকটা আসনেই বিজেপি জিতেছে। মাঝখান থেকে মুখ্যমন্ত্রী গিয়ে ভুলভাল হিন্দি বলে অখিলেশের দোকানটা বন্ধ করে দিয়েছেন।’ এর পালটা দিয়ে জয়প্রকাশ বলেন, ‘দিলীপবাবু ৩ থেকে ৭৭কে বলেছিলেন সাংঘাতিক এগোনো। তাহলে দিলীপবাবু বলে দিন অখিলেশের এগোনো, ৩৩ শতাংশ ভোটে পৌঁছনো। একমাত্র বিরোধী দল সমাজবাদী পার্টি উত্তর প্রদেশে। আসলে দিলীপবাবু বুধবার আরও গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন। তাঁর পার্টি এই রাজ্যে গাড্ডায় পড়েছে। দিলীপবাবু বরং গাড্ডা থেকে পার্টিকে তোলার বন্দোবস্ত করুন।’