দিল্লীর পুর এলাকার নির্বাচন স্থগিত করে দিয়েছে মোদী সরকার। পাঞ্জাব জেতার পর সেই নিয়ে মুখ খুললেন অরবিন্দ কেজরিওয়াল। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘মোদী চিরকাল থাকবে না, কিন্তু দেশ থাকবে’।
গত বুধবার দিল্লির তিনটি পুর এলাকায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার কথা ছিল। স্থির করা হয়েছিল, বিকেল পাঁচটার সময় ভোটের দিনক্ষণ প্রকাশ্যে আনা হবে। কিন্তু, তার ঠিক ঘণ্টা খানেক আগেই এই প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনার এস কে শ্রীবাস্তব জানান, বিশেষ কারণে এখনই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হচ্ছে না। পরে জানা যায়, কেন্দ্রের নির্দেশেই এই সিদ্ধান্ত নিয়েছেন শ্রীবাস্তব! সূত্রের দাবি, কেন্দ্রীয় সরকার চাইছে, দিল্লি তিনটি পুর এলাকাকে সংযুক্ত করে একটিমাত্র পুরনিগম তৈরি করা হবে। দিল্লিবাসীকে আরও ভালো পরিষেবা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের দাবি। আর এখানেই প্রশ্ন তুলেছেন কেজরিওয়াল।
কেজরিওয়ালের যুক্তি, এটা আসলে কেন্দ্রের বাহানা! তিনি বলেন, ‘অনেক রকম কথা আমার কানে আসছে। অনেকেই বলছেন, কেন্দ্রীয় সরকার আসলে ভয় পেয়েছে। তাদের আশঙ্কা, নির্বাচন হলে আবারও আপ জয়ী হবে। সেই কারণেই একটা অজুহাত খাড়া করে নির্বাচন স্থগিত করে দেওয়া হল’।