‘জয় বাংলা’ বাজেট। শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের পর তা নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ করতে গিয়ে এ কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, রাজস্ব আদায় আগের অর্থবর্ষের তুলনায় ৩.৭৬ গুণ বৃদ্ধি হয়েছে। করোনাকালেও সামগ্রিকভাবে ৮ গুণ বেশি বরাদ্দবৃদ্ধি কড়া হয়েছে।
২০২২-২৩ অর্থবর্ষে বিধবাদের পেনশনে বরাদ্দ বাড়ানো হয়েছে। করছাড়ে মেয়াদবৃদ্ধি, পরিবহণ-সহ একাধিক ক্ষেত্রে কর মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে ১১২ পাতার বাজেট আংশিকভাবে পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তারপর অর্থদপ্তরের উপদেষ্টা অমিত মিত্রকে নিয়ে বাজেটের ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, ‘কৃষিতে বরাদ্দ বাড়ানো হয়েছে চলতি বাজেটে। ৩৩.২ গুণ বাজেট বরাদ্দ বেড়েছে এই খাতে। ৭৮ লক্ষ কৃষককে সহায়তা দিচ্ছে রাজ্য। আগামী দিনে আবাসন আরও বাড়ানো হবে৷ গতবারের বাজেট ছিল ৩, ০৮, ৭২৭ কোটি। চলতি অর্থবর্ষে তা বাড়িয়ে হয়েছে, ৩,২১,৩০ কোটি।” মুখ্যমন্ত্রী বাজেটের প্রশংসার পাশাপাশি এদিন জোরালো সমালোচনা করেন কেন্দ্রের বকেয়া টাকার প্রসঙ্গেও। তিনি বলেন, “আমরা ৯০ হাজার কোটি কেন্দ্রীয় সরকারের থেকে পাই। ওরা জিএসটি’র টাকা, আয়করের টাকা তুলে নিয়ে যায়। কেন্দ্রের রিজার্ভ ব্যাঙ্ক আছে। ওরা মাছের তেলে মাছ ভাজে। আর কেন্দ্র নাম রেখে বড়বড় চিঠি পাঠায়। আমফান ত্রাণ বাবদ ৩২৩১০ কোটি এবং যশ-এর জন্য ৪২২২ কোটি পাই’।