পাঁচ রাজ্যের ভোটের ফল বেরবে আজ। ভোট মিটেছে ৭ মার্চ। দুদিন পরই আবার সরকারি সম্পদ বিক্রিতে মন দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছে, সরকারের বিভিন্ন দফতরের হাতে থাকা উদ্বৃত্ত জমি নিলাম ডেকে বিক্রি করা হবে। এজন্য তৈরি হবে ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেসন কর্পোরেশন।
গত বছর কেন্দ্রীয় সরকার ন্যাশনাল মনিটাইজেসন পাইপলাইন তৈরি করেছে। ওই সংস্থা বন্ধ ও রুগন কেন্দ্রীয় সরকারি সংস্থা বিক্রি করবে।
সরকারের সেই উদ্যোগ যদিও এখনও খুব একটা সফল হয়নি। তবে বহু চেষ্টার পর এয়ার ইন্ডিয়া টাটারা কিনেছে। কিন্তু সরকারি সংস্থা বেচে গত বছর কেন্দ্র এক লাখ কোটি টাকা আয় করবে, আশা করেছিল। তা হয়নি। ফলে এবছর ৭৮ হাজার কোটি টাকা সম্পদ বেচে আয় করার পরিকল্পনা করা হয়েছে। বাকি অর্থ সরকারের হাতে থাকা বাড়তি জমি বেচে আয়ের পরিকল্পনা করা হয়েছে।
সরকারি সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির মধ্যে রেল ও প্রতিরক্ষা বিভাগের হাতে আছে সবচেয়ে বেশি জমি। রেলের হাতে থাকা উদ্বৃত্ত জমির পরিমাণ ১ লাখ ২৫ হাজার একর। প্রতিরক্ষা মন্ত্রকের হাতে আছে ১৬ লাখ একরের বেশি বাড়তি জমি।
এছাড়া বিএসএনএল, এইচএমটি, সেল, বিইএমএল, গেইল ইত্যাদি রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতে আছে কয়েক লাখ একর উদ্বৃত্ত জমি।