প্রকল্পের নাম বদলালে টাকা দেওয়া হবে না বলে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এবার তারই পালটা দিল তৃণমূল। ক্ষুব্ধ তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলছেন, ‘কেন্দ্র যে টাকা দেয়, সেই টাকা তো কেন্দ্রের বাপের না। রাজ্য থেকেই সেই টাকা যায়।’ তাছাড়া কেন্দ্র সরকারের অনেক প্রকল্পের টাকাও তো রাজ্য সরকার দেয়। তাহলে তো সেইসব প্রকল্পও তো বন্ধ করতে হয়।
প্রসঙ্গত, গতকালই বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ২০২৪ সালের মধ্যে বাড়ি বাড়ি বিশুদ্ধ জল পরিষেবা পৌঁছে দেবে সরকার। কিন্তু কেন্দ্রের দাবি, ২০২১-২২ অর্থবর্ষে বাংলাকে কেন্দ্রীয় জল জীবন মিশন ও স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের খাতে ৬ হাজার ৯৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই টাকাতেই জল প্রকল্পের কাজ চলছে। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায় আবার এই তথ্যকে পুরোপুরি ভুল বলে দাবি করেছেন।