বুধবার সকালে ভোটগণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায়, উত্তরপ্রদেশে পুনরায় সরকার গড়তে চলেছে বিজেপি। কিন্তু সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ সিং যাদব এখনও হার মানতে নারাজ। বৃহস্পতিবার দুপুরেও দলের তরফে কর্মীদের বলা হয়, টিভির খবরে গুরুত্ব দেবেন না। আমরাই জিতব এবং সরকার গড়ব।
এদিন সমাজবাদী পার্টি টুইট করে বলে, ‘আমাদের দলের কর্মী ও সমর্থকদের প্রতি আবেদন জানানো হচ্ছে, টিভির খবর দেখে উদ্বিগ্ন হবেন না। কেউ বুথ ছেড়ে যাবেন না। শেষপর্যন্ত গণতন্ত্রের জয় হবে। মানুষের রায় যাবে সমাজবাদী জোটের পক্ষে।’
এদিন সকাল সাড়ে ন’টার আগেই বোঝা যায়, অন্তত ২৫০ টি আসন জিততে চলেছে বিজেপি। ১০ টা নাগাদ বোঝা যায়, ৪০৩ আসনবিশিষ্ট বিধানসভায় বিজেপি ৩০০-র বেশি আসন পেতে পারে। সকাল ন’টায় অখিলেশ টুইট করে বলেন, ‘গণতন্ত্রের সিপাইরা জয়ের সার্টিফিকেট নিয়েই ফিরবে।’ এদিন তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘গণনা কেন্দ্রগুলিকে মনে করুন তীর্থস্থান। সেখানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকুন।’