সমস্ত বুথফেরত সমীক্ষা মিলিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই উত্তরপ্রদেশে পুনরায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। তবে বিজেপির এই জয়ে রহস্যের গন্ধই পাচ্ছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, ইভিএম একযোগে কাজ করেছে। এটা ২০২৪-এ বজায় থাকবে না। যেখানে উন্নাও, হাথরসের মতো ঘটনা, কৃষকদের পিষে মেরে দেওয়ার ঘটনা ঘটেছে, সেখানে মানুষ সব ভুলে বিজেপিকে ভোট দিয়েছে, এটা হতে পারে না। ২০২৪-এর জন্য আমাদের লড়াই জারি থাকবে।’ অন্যদিকে, পাঞ্জাবে আপ-এর উঠে উত্থান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
তবে সেখান্দ আপের জয়ের থেকে বেশি কংগ্রেসের ব্যর্থতাকেই বড় করে দেখছেন ফিরহাদ। তাঁর কথায়, ‘কংগ্রেসের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। ওঁদের উচিত আমাদের সঙ্গে যোগ দিয়ে জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে থাকা।’
