সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পথ দুর্ঘটনা ঘটে ভারতেই। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। আর কেন্দ্রীয় পরিসংখ্যানও রীতিমতো চমকে দেওয়ার মতোই। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি জানিয়েছেন, ভারতে প্রতি বছর প্রায় পাঁচ লাখ সড়ক দুর্ঘটনা ঘটে। বিশ্বে যা সবচেয়ে বেশি। এর জন্য রাস্তাঘাটের মান উন্নয়নের চেষ্টা চলছে বলে জানান গড়কড়ি। তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে দেশে পথ দুর্ঘটনা অর্ধেকের বেশি কমিয়ে ফেলা যাবে। সড়কপথের মান উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তাও বড় লক্ষ্য বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, দেশে প্রতি বছর পথ দুর্ঘটনায় অন্তত দেড় লাখ মানুষ প্রাণ হারান। গুরুতর জখম হন তিন লাখের বেশি। আর সবচেয়ে বেশি উদ্বেগের খবর হল, পথ দুর্ঘটনা যাদের মৃত্যু হয় তাদের বেশিরভাগেরই বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
এপ্রসঙ্গে গড়কড়ি বলেছেন, রাস্তাঘাটের মানের উন্নতি, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গলদ, ইত্যাদি দিক খতিয়ে তা সংশোধনের প্রচেষ্টা চালানো হচ্ছে। গাড়িচালকদের প্রশিক্ষণেও জোর দেওয়া হচ্ছে। রাশাপাশি, ট্রাফিক আইন মেনে চলার জন্যও কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বেপরোয়া গতিতে গাড়ি চালাতে দেখলেই ধরবে পুলিশ। একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের তত্ত্বাবধানে একটি রোড সেফটি কাউন্সিলের গঠন করার পরিকল্পনাও রয়েছে বলে জানান গডকড়ি। তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে পথ দুর্ঘটনার কারণে মৃত্যুর সংখ্যাটা ৫০ শতাংশ কমানোর চেষ্টা করা হচ্ছে। তবে সকলকেই উদ্যোগ নিতে হবে। চালক যেমন ট্রাফিক আইন মেনে চলবেন, তেমনই নিয়ম মেনে পারাপার করতে হবে পথচারীদেরও।