এবার নজরুল মঞ্চে তৃণমূল রাজ্য কমিটির সভা থেকে ৪ জেলা সভাপতি বদল করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি ঘোষণা করেন, রাজ্য তৃণমূলের সহ-সভাপতি করা হয়েছে তাপস রায়কে। তাই তাঁকে উত্তর কলকাতা জেলা সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হল। ওই জায়গায় জেলা সভাপতির দায়িত্ব দিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সুদীপ এর আগে জেলা সভাপতি ছিলেন। মাঝখানে সাংসদকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল তাপসবাবুকে। এদিন উত্তর কলকাতার সাংসদকে ফের পুরনো দায়িত্বে ফেরানো হল।
অন্যদিকে, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি করা হল তুষার দলুইকে। সৌমেন মহাপাত্রকে এই সাংগঠনিক জেলায় চেয়ারম্যান করা হয়েছে। আবার, বনগাঁর সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে গোপাল শেঠকে। কৃষ্ণনগরের জেলা সভাপতি পদে আনা হল কল্লোল খানকে। এদিন মমতা বলেন, বনগাঁ নিয়ে একাধিক অভিযোগ এসেছিল। তাই এখানকার জেলা সভাপতি বদল করা হল। তবে তৃণমূল নেত্রী এদিন ইঙ্গিত দিয়ে রেখেছেন, এটাই শেষ নয়। পরে যদি মনে হয় কোনও জেলায় সভাপতি বদল করা দরকার, তাহলে তা করা হবে।
