রাজ্য বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। গত বছর যে কারণে স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়া হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে। সোমবার রাজ্যপালের বাজেট ভাষণের সময় ফের অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সূত্রের খবর, তাঁকে স্বাধিকার ভঙ্গের নোটিস দিতে চলেছেন তৃণমূলের পাঁচ মহিলা বিধায়ক।
তৃণমূলের অভিযোগ, সোমবার রাজ্যপালের বাজেট ভাষণের সময় দলের মহিলা বিধায়কদের সঙ্গে খারাপ আচরণ করেছেন শুভেন্দু অধিকারী। সেই অভিযোগ জানিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিতে চলেছেন পাঁচ মহিলা বিধায়ক।
রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়েছে বেশিদিন হয়নি। এর মধ্যেই দু’বার স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হল বিরোধী দলনেতার বিরুদ্ধে। গত বছর বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে নোটিস আনা হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বিধানসভার স্পিকারকে ‘দলদাস’ বলে অভিহিত করেছিলেন তিনি। যা স্পিকারের পক্ষে চরম অবমাননাকর বলেই দাবি ছিল অনেকের। কারণ স্পিকার কোনও নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করেন না। নিরপেক্ষ ভাবে বিধানসভা পরিচালনার ভার থাকে তাঁর কাঁধে। বিধানসভার সদস্যদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস নতুন নয়। তবে একেবারে বিরোধী দলনেতার বিরুদ্ধে পর পর দি’বার স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হয়েছে যা নিঃসন্দেহে নজিরবিহীন।