তৃণমূলের নতুন রাজ্য কমিটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের মহাসচিব হলে পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন সুব্রত বক্সি। শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়।
এদিন চার জেলা সভাপতিকেও বদল করলেন মমতা। রাজ্য তৃণমূলের সহ সভাপতি করা হয়েছে তাপস রায়কে। তাই তাঁকে উত্তর কলকাতা জেলা সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হল। ওই জায়গায় জেলা সভাপতির দায়িত্ব দিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সুদীপ এর আগে জেলা সভাপতি ছিলেন। মাঝখানে সাংসদকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল তাপসবাবুকে। এদিন উত্তর কলকাতার সাংসদকে ফের পুরনো দায়িত্বে ফেরানো হল।
তমলুক সাংগঠনিক জেলার সভাপতি করা হল তুষার দলুইকে। সৌমেন মহাপাত্রকে এই সাংগঠনিক জেলায় চেয়ারম্যান করা হয়েছে। বনগাঁর সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে গোপাল শেঠকে। কৃষ্ণনগরের জেলা সভাপতি পদে আনা হল কল্লোল খানকে।
মঙ্গলবার নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে নাম না করে দলের একাংশকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষুব্ধদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন। এরপরই দলের রাজ্য কমিটি ঘোষণা করেন তিনি। কমিটি ঘোষণার পাশাপাশি সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দলের নেতাদের হুটহাট বিবৃতি দেওয়া নিয়েও এদিন ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল নেত্রী।