আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এদিন কবিতার মাধ্যমে নারীদের সম্মান জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী দিবসের সকালে টুইটে মহিলাদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘তোমরা আমাদের গর্বিত করেছ। তোমাদের ছাড়া সমাজ কোনওদিন এভাবে এগিয়ে যেতে পারত না।’ মহিলাদের ক্ষমতায়নে রাজ্য সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিন ফেসবুকে কবিতার মাধ্যমে নারীদের শ্রদ্ধা জানাতে মমতা লিখেছেন, ‘আমি কন্যা আমি কন্যাশ্রী/ আমি ভাগ্য আমি ভাগ্যশ্রী/আমি যশ আমি যশশ্রী/আমি ভূমি আমি ভূমিশ্রী/ আমি জীবন আমি যৌবন গড়ি ভাগ্য/ আমি সভ্যতা নই অজ্ঞ / আমি জ্ঞানী গড়ি স্বর্গ / আমি বিদ্যা, আমি বুদ্ধি, আমি পূজার অর্ঘ্য / আমি সংসার আমি রাস্তা/ আমি আগামী আমি আস্থা / আমি বিশ্বাস আমি ভরসা আমি ধন্যা / আমি জীবন আমি যৌবন আমি অনন্যা।’
