ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে পড়া মানুষকে উদ্ধার করার জন্য আজ তৃতীয় বারের মতো সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটা থেকে তিন ঘন্টার যুদ্ধ বিরতি থাকবে বলে জানা গিয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা ‘স্পুটনিকে’র তরফে।
ইউক্রেনের চারটি বড় শহর – কিয়েভ, খারকভ, সুমি এবং মারিউপোল ইতিমধ্যেই রুশ হানায় বিপর্যস্ত। সেখানে আটকে পড়েছেন বহু মানুষ। তাঁদের উদ্ধার করার জন্য ‘হিউম্যানিটেরিয়ান করিডর’ তৈরি করার কথা জানানো হয়েছে রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে। ভারতীয় সময় দুপুর সাড়ে ১২ টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত যুদ্ধবিরতি থাকবে ইউক্রেনে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় ১২ দিন হতে চলল। এখনও আক্রমণের তেজ কমেনি। গতকাল আড়াই ঘণ্টার যুদ্ধবিরতির পরেও ফের মিসাইল হামলা করেছে রাশিয়া। ইরপিনে লাগাতার গোলা বর্ষণ চলছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য়, ইউক্রেন আত্মসমর্পণ করুক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে আজই ফোনে কথা বলতে পারেন পুতিন।
যুদ্ধ থামানোর উদ্দেশ্যে ইতিমধ্যেই দুটি বৈঠক করেছেন রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা। কিন্তু সেই বৈঠকগুলি নিষ্ফল হয়েছে। আজ তৃতীয়বারের জন্য আবার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশ সীমান্তে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকের আগে ইউক্রেন এবং রাশিয়া দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গেই ফোনে কথা বলতে পারেন।