বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ট্যাংরার প্লাস্টিক কারখানা। শনিবার সকালে ওই কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। সূত্রের খবর, এদিন ওই কারখানা থেকে ধোঁয়া উড়তে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। আগুন ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দমকলে খবর দেন স্থানীয়রাই।
খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকলকর্মীদের। কীভাবে ওই কারখানাতে আগুন লাগল, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে সেখানে প্রচুর দাহ্য পদার্থ ছিল বলে খবর সূত্র মারফত। ট্যাংরার ওই প্লাস্টিক কারখানায় যথোপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। হতাহতের এখনও পর্যন্ত কোনও খবর নেই। তদন্ত চলছে।
