বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বিক্ষোভ দেখানোর ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হল। কেন্দ্রীয় নির্বাচন কমিশনে এই অভিযোগ দায়ের করেছে সমাজবাদী পার্টি। তাদের দাবি, বাংলার মুখ্যমন্ত্রীর কনভয়ে নিরাপত্তার গাফিলতি ছিল।
নির্বাচন কমিশনে লিখিত অভিযোগে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। বারাণসীতে তাঁর সফরসূচি সম্পর্কে আগেই জানানো হয়েছিল স্থানীয় প্রশাসনকে। এর পরেও বিমানবন্দর থেকে দশাশ্বমেধ ঘাট যাওয়ার সময় লাহরিয়া এলাকায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকানো হয়েছে তা আইনভঙ্গের শামিল।
প্রসঙ্গত, উত্তর প্রদেশের বারাণসীতে সমাজবাদী পার্টির আমন্ত্রণেই অখিলেশ যাদবের প্রচারে গিয়েছিলেন পশ্চিমবাঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানেই গত ২ মার্চ মমতা বন্দোপাধ্যায়ের কনভয় আটকানোর চেষ্টা করা হয় বিজেপির তরফে। চলে বিক্ষোভ, স্লোগান। কালো পতাকাও দেখানো হয়।
সমাজবাদী পার্টির অভিযোগ, যেভাবে একজন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হল, তাতে সেদিন যা খুশি ঘটে যেতে পারত। স্থানীয় পুলিশ ও গোয়েন্দা বিভাগ ব্যর্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা নিশ্চিত করতে। সপা নেতা কিরণময় নন্দের দাবি, নির্বাচনের সময় যেহেতু এই ঘটনা ঘটেছে তাই কমিশন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।