উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বেশ চাপে ফেলেছে বিজেপি নেতাদের। এমনকী বারাণসীর সভাস্থলে যে ভিড় হয়েছিল তা কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। যদিও এই নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। বিভিন্ন ইস্যুতে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন।
ঠিক কী বলেছেন বিজেপি সাংসদ? আজ, শুক্রবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপির সর্বভারতীয় সহ– সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘উনি অখিলেশ যাদবের খেলাই শেষ করতে গিয়েছেন। কালকে যেভাবে উনি মঞ্চে ভাষণ দিয়েছেন উত্তরপ্রদেশের মানুষ ভালোভাবে নেবেন না। যোগী ওই রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর সম্পর্কে যে ভাষা ব্যবহার করেছেন আমার মনে হয় উত্তরপ্রদেশের মানুষ ভালোভাবে নেবেন না।’
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখায় বিভিন্ন জায়গায়। এই বিষয়ে দিলীপ ঘোষ জানান, ওখানে কাল পতাকা দেখাতেও লোকজন ঠিক করা হয়েছিল। দিদির কাটমানি খাওয়া ভাইয়েরাও রাস্তায় নামবেন। আপনে ঘর মে কুত্তা ভি শের হোতা হ্যায়। উনি জাতীয় নেত্রী হলে সব জায়গায় প্রতিবাদ হোক দেখি। বিজেপির কেউ ছিল না। অখিলেশ ভাই লোকজন ফিট করে রেখেছিলেন যেন খবরটা হয়।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয় নেত্রী হিসাবে মানতে নারাজ মেদিনীপুরের সাংসদ। তাই তিনি আজ বলেন, ‘উনি যদি সর্বভারতীয় নেত্রী হন তাহলে শুধু বাংলাত নয়, উত্তরপ্রদেশেও বিক্ষোভ হওয়া উচিত। ত্রিপুরা এবং গোয়াতেও হওয়া উচিত। তবে না বুঝব উনি ন্যাশনাল লিডার। ঘর কা মুরগি ডাল বরাবর। আপনা ঘর পে কুত্তা ভি শের হোতা হ্যায়। বিক্ষোভ দেখানো কিছু লোকের পেশা হয়ে গিয়েছে।’