বুধবার ভোট গণনার শুরু থেকেই রাজ্যের জেলায় জেলায় সবুজ ঝড়। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রেও জয়জয়কার শাসক দলের। তাঁর কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত তিন পুরসভার দু’টিতে খাতাই খুলতে পারল না বিরোধীরা। ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় পূজালি ছাড়া বাকি তিন পুরসভা মহেশতলা, বজবজ ও ডায়মন্ড হারবার পুরসভায় ভোট হয়েছিল। সবক’টি পুরসভাতেই বিজয়কেতন ওড়াল শাসক শিবির।
এর মধ্যে বজবজ এবং ডায়মন্ড হারবার পুরোপুরি বিরোধীহীন। শুধু মহেশতলা পুরসভার ৩৫টি আসনের মধ্যে একটি মাত্র ওয়ার্ডে জয়ী হয়েছে কংগ্রেস। বাকি ৩৪টিতেই জয় পেয়েছে তৃণমূল। ডায়মন্ড হারবার পুরসভাতেও ১৬টি আসনেই জয় পেয়েছে জোড়াফুলের প্রার্থীরা। প্রসঙ্গত, এই তিনটি পুরভার কোনওটির ভোটেই বিরোধীরা বুথদখল, ছাপ্পা ভোট ইত্যাদির অভিযোগ করেনি শাসকদলের বিরুদ্ধে। বজবজ পুরসভায় অবশ্য ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছিল তৃণমূল।
২০টি ওয়ার্ড বিশিষ্ট বজবজ পুরসভার ১৮টি ওয়ার্ডে বিরোধী কোনও দল প্রার্থী না দেওয়ায় আগেই তৃণমূল বোর্ড গঠন নিশ্চিত করেছিল। তাই শুধু বাকি দু’টি ওয়ার্ডে ভোট হয়েছিল ২৭ ফেব্রুয়ারি। বুধবার ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিদায়ী চেয়ারম্যান ফুলু দে ১,৭২৫ ভোটে হারিয়েছেন কংগ্রেস প্রার্থীকে। ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শেখ আমিরুদ্দিন ৩,০৬৯ ভোটে হারিয়েছেন ফরওয়ারড ব্লকের লিয়াকত আলিকে। তাই বজবজে বিরোধীশূন্য পুরসভা গড়ার পথে তৃণমূল। তিন পুরসভায় তৃণমূলের জয়ের কৃতিত্ব অভিষেককেই দিয়েছেন বজবজের প্রবীণ তৃণমূল বিধায়ক অশোক দেব।