বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে ১০৭টি পুরসভার ভোটগণনা। এদিন রাজ্যের ২০ জেলার ১০৮ পুরসভার ভোট পর্ব চূড়ান্ত হতে চলেছে। এর মধ্যে ৪টি পুরসভা অবশ্য ইতিমধ্যেই দখল করে ফেলেছে শাসকদল তৃণমূল। এগুলি হল কোচবিহারের দিনহাটা (১৬টি ওয়ার্ডের ১৬টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল), দক্ষিণ ২৪ পরগনার বজবজ (২০টি ওয়ার্ডের ১৮টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী), বীরভূমের সিউড়ি (২১টি ওয়ার্ডের ১৬টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী) এবং সাঁইথিয়া (১৬টি ওয়ার্ডের ১৪টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল)। এদিন ভোট গণনার শুরু থেকেই দিকে দিকে ফুটছে জোড়াফুল। এখনও পর্যন্ত ২৮ পুরসভায় বাজিমাত করেছে তারা।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, ডায়মন্ড হারবার পুরসভা দখলে রেখেছে জোড়াফুল। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর, চন্দ্রকোণা পুরসভা তৃণূলের দখলে। কোচবিহারের হলদিবাড়ি পুরসভাতেও জয়ী তৃণমূল। বোলপুর, রামপুরহাটেও জয়ী তৃণমূল। এরই পাশাপাশি ওল্ড মালদহ পুরসভা তৃণমূলের দখলে। এখনও পর্যন্ত রাজ্যের ২৮ পুরসভায় জয়ী হয়েছে তৃণমূল।
