২০২২ পুরসভার নির্বাচনে যে কয়েকজন টলিপাড়ার তারকা টিকিট পেয়েছেন তাঁদের মধ্যে অন্যতম জনপ্রিয় তারকা প্রার্থী ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। কামারহাটির ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়ান শ্রীতমা। মদন মিত্র রচনা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক সেলেবরা এসেছেন শ্রীতমার প্রচারে। দুই তারিখে ফলাফলের দিন গণনাকেন্দ্র থেকে ভিক্ট্রি সাইন দেখিয়ে হাসিমুখে বেড়োলেন শ্রীতমা। এখন থেকে অভিনেত্রী হওয়ার পাশাপাশি কাউন্সিলরও তিনি।
২০২২ এর পুরো নির্বাচনে বিরোধীদের কার্যত ‘ধুয়ে মুছে’ দিল তৃণমূল। ধরে রাখতে পারল এক চেটিয়া আধিপত্য। ফলাফলে অনেকটাই স্পষ্ট, বেশিরভাগ পুরসভাতেই দাপট অব্যাহত রাখতে পেরেছে রাজ্যের শাসক দল। আজ রাজ্যে ১০৮টি পুরসভার ভাগ্য পরীক্ষা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছিল ভোট গণনা।
উল্লেখ্য ‘অধিকারীগড়’ হিসেবে পরিচিত কাঁথিতে আধিপত্য ধরে রাখতে পারল না অধিকারী পরিবার। কাঁথি পুরসভার ২১ টি মধ্যে ১৭টি তে জয়ী হয়েছ তৃণমূল। মাত্র তিনটি আসন ধরে রাখতে পেরেছে বিজেপি। গণণার দিন অপ্রীতিকর অবস্থা এড়াতে তৎপর ছিল রাজ্যপুলিশ।
জয়ের পর শ্রীতমা বললেন, “এই জয় আসলে মদন মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সকল কর্মীদের জয়। যাঁরা এতদিন ধরে প্রত্যেকটা মুহূর্তে আমার জন্য পরিশ্রম করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। এবং সব শেষে এই জয় আমার পরিবারের।”
শ্রীতমার কথায়, “এতদিন যেভাবে আমার অভিনয় কেরিয়ার সামলে এসেছি এবং কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা পেয়েছি। তেমনই এই রাজনীতির জায়গাতেও নিজের কাজ দিয়ে জনগণের মন জয় করব। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রমাণ করে দিয়েছন তিনি সব করতে পারেন, আশা করছি আমিও পারব। মা সিরিয়ালে ঝিলিকের চরিত্রে ব্যপক সাফল্য পান শ্রীতমা। তারপর বেশ কয়েকটি ধরাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে।
‘মা’ সিরিয়াল খ্যাত শ্রীতমাকে নিয়ে প্রথম থেকেই উৎসাহ তৈরি হয়েছিল পুর এলাকায়। ফেসবুক লাইভে কামারহাটির প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন মদন মিত্র।পাশাপাশি কামারহাটিতে ১৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়ে দাঁড়ান মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্র। জয়ী হয়েছেন তিনিও।