উত্তরবঙ্গে সদ্য শিল্প সামিট করেছে রাজ্য সরকার। সামিটে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে এসেছে নবান্ন। উত্তরবঙ্গের শিল্প সম্ভাবনাকেও শিল্পপতিদের সামনে তুলে ধরা হয়েছে। চা থেকে শুরু করে পর্যটন, বিভিন্ন ক্ষেত্রে কী শিল্প সম্ভাবনা রয়েছে সে বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিল্পপতিদের সামনে তুলে ধরেছে রাজ্য সরকার। এবার উত্তরবঙ্গের পর নজরে কলকাতা সহ সংলগ্ন এলাকার শিল্প সম্ভাবনাকে তুলে ধরা। আগামী বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে নবান্ন সভাঘরে বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের প্রস্তুতি হিসেবে বৈঠক হতে চলেছে। বৈঠকের নেতৃত্ব দেবেন মুখ্য সচিব। থাকবেন শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীবা সিনহা। নবান্ন সূত্রে খবর বিভিন্ন দেশের কনসাল জেনারেল থেকে শুরু করে রাষ্টদূতরা এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন।
বিভিন্ন দেশের কনসাল জেনারেল, রাষ্ট্রদূতদের সামনে রাজ্যের শিল্প সম্ভাবনাকে তুলে ধরা হবে। রাজ্যের কয়েকটি দফতরকে তার জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রস্তুত করে রাখতে বলা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। মূলত রাজ্যের বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন আগামী ২০,২১ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে এই বৈঠকের মাধ্যমে একদিকে যেমন বিভিন্ন দেশের শিল্পপতিদের থেকে বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা হবে, পাশাপাশি বিভিন্ন দেশ থেকে যাতে শিল্পপতিরা এবং রাষ্ট্রদূতরা এই শিল্প সম্মেলনে অংশগ্রহণ করে তাও নিশ্চিত করতে চাইছে নবান্ন।
নবান্ন সূত্রে খবর সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন নিয়ে রাজ্য সরকার কী ভাবছে তা তুলে ধরা হবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কনসাল জেনারেলের সামনে ভার্চুয়ালি। তারপর দুপুর ১২ টা ১৫ মিনিট থেকে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের কতটা উন্নয়ন হয়েছে তা বিভিন্ন দফতরের তরফে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হবে।
একাধিক বৈঠক থেকে শুরু করে অনুষ্ঠানে বারবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছেন এবার রাজ্য সরকারের লক্ষ্য শিল্প। বস্তুত কর্মসংস্থান ও শিল্প যে পাখির চোখ তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিভিন্ন আলোচনায় উল্লেখ করেছেন। প্রশাসনের একাংশের মতে উত্তরবঙ্গের বিজনেস সামিট রাজ্যের শিল্প আনার পক্ষে সফল হয়েছে। আর তাই এবার বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনকে বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার জন্য নবান্নের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে।