মার্চের শুরুতেই ফের উত্তরপ্রদেশ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২ মার্চ বারাণসীতে যাবেন তিনি। উত্তরপ্রদেশে ভোটের আবহে সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর সফর বেশ তাৎপর্যপূর্ণ। ওইদিনই আবার বাংলার ১০৮টি পুরসভার ভোটের ফল ঘোষণা হবে।
কিছুদিন আগেও একবার উত্তরপ্রদেশ গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি জানিয়েছিলেন উত্তরপ্রদেশের ভোটে তাঁর দল সমাজবাদী পার্টিকে সমর্থন করবে। তৃণমূল সেখানে কোনও প্রার্থী দেবে না। অখিলেশ যাদবের সঙ্গে ভার্চুয়াল বৈঠক এবং সাংবাদিক সম্মেলনও করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার দ্বিতীয়বার আবার ভোটমুখী উত্তরপ্রদেশে পা রাখতে চলেছেন ‘দিদি’।
উত্তরপ্রদেশের ভোটে বিজেপিকে কোণঠাসা করার সম্ভাবনা রয়েছে অখিলেশ যাদবের দলের, আগেই সেকথা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। সেখানেই আবার যাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে বারাণসীতে বেশ কিছু রাজনৈতিক কর্মসূচী রয়েছে মমতার। ২ তারিখ সমাজবাদী পার্টির বেশ কয়েকজন নেতার সঙ্গে তিনি বৈঠক করবেন বলে খবর। ৩ তারিখ গঙ্গা আরতি করতে দেখা যাবে মমতাকে। তারপর কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজোও দেবেন তিনি। সেদিনই একটা রাজনৈতিক বৈঠক রয়েছে মমতার। সূত্রের খবর ওই বৈঠকে তিনি নিজে বক্তব্য রাখতে পারেন। এরপর ৪ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে দেখা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওইদিনই তিনি আবার কলকাতার উদ্দেশে রওনা দেবেন।
একুশের বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপিকে কার্যত দাঁড়াতেই দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মোদী, শাহের পরিকল্পনা ও চেষ্টা ভেস্তে দিয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছেন ‘দিদি। তারপর থেকেই জাতীয়ি রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাৎপর্য বেড়ে গেছে অনেকখানি। এখন দেখার উত্তরপ্রদেশের ভোটের আগে তিনি সেখানে কতটা প্রভাব ফেলতে পারেন।