২০২১-এর অক্টোবর মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ লিগে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে সেই পরাজয়ের পর সাধারণ মানুষের একাংশ খলনায়ক হিসেবে বেছে নিয়েছিল মহম্মদ শামিকে। সে নিয়েই এবার মুখ খুললেন এই ফাস্ট বোলার। ভারতের পরাজয়ের পর নেট মাধ্যমে একাধিক কটূক্তির শিকার হন শামি। নানা বিদ্রুপ করা হয় তাঁকে। অপমানজনক কথাও বলা হয়। সেই ঘটনায় আঘাত পেয়েছিলেন শামি। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ৩১ বছরের বোলার বলেছেন, “ওঁরা কেউ প্রকৃত অনুরাগী নন। প্রকৃত ভারতীয়ও নন।” শামির বক্তব্য, “যখন কেউ সামাজিক মাধ্যমে নিজের পরিচয় গোপন করে বা মাত্র কিছু মানুষ এক জনের দিকেই আঙুল তোলে, তখন তার হারানোর মতো কিছুই থাকে না। ওদের নিয়ে আমার কোনও বক্তব্য নেই। কারণ ওরা কেউই নয়। ওদের পাল্টা জবাব দেওয়ার কোনও প্রয়োজন আছে বলে মনে করি না।”
পাশাপাশি, ভারতের প্রতি তাঁর দায়বদ্ধতা বা আনুগত্য নতুন করে প্রমাণ করার দরকার নেই বলে জানিয়েছেন শামি। বাংলার এই ফাস্ট বোলার বলেছেন, “আমরা জানি আমরা কে। ভারত আমাদের কাছে কী, সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই। আমরা দেশের প্রতিনিধিত্ব করি। দেশের জন্য লড়াই করি।” আরও বলেছেন, “এই ধরনের কটূক্তির জন্য আমাদের কারোর কাছে কিছু প্রমাণ করার দরকার নেই।” ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শামির। এখনও পর্যন্ত ৫৭টি টেস্ট খেলে ২০৯টি উইকেট নিয়েছেন তিনি। এই মুহূর্তে পেস আক্রমণকে ভারতের সর্বকালের সেরা বলে দাবি করেছেন, শামি বলেছেন, “টেস্ট ক্রিকেটে আমাদের এখনকার বোলিং শক্তি সেরা। আমার মনে হয় না আমাদের ক্রিকেট ইতিহাসে এত ভাল বোলিং শক্তি কখনও ছিল।” পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে সেরা ছন্দে দেখা যায়নি শামিকে। ৩.৫ ওভার বল করে ৪৩ রান দিলেও কোনও উইকেট পাননি। ভারতের বোলারদের মধ্যে সব থেকে বেশি রান দেন। তার পরেই শামিকে কুরুচিপূর্ণ আক্রমণ করে কিছু মানুষ।