শেষ ত্রৈমাসিকে কিছুটা হলেও কমল ভারতের জিডিপি বৃদ্ধির হার৷ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ভারতের আর্থিক বৃদ্ধির হার কমে হয়েছে ৫.৪ শতাংশ৷ সোমবার এই তথ্য প্রকাশ করেছে জাতীয় পরিসংখ্যান অফিস বা এনএসও৷ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে যা ছিল ৮.৪ শতাংশ৷
করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল ভারতীয় অর্থনীতি৷ চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ২০.১ শতাংশ৷ পরের দুই ত্রৈমাসিকেই অবশ্য তা অনেকটা কমল৷
এনএসও-র অবশ্য প্রাথমিক পূর্বাভাস ছিল, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৯ শতাংশের আশেপাশে থাকবে৷ এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে অবশ্যপর পর পর পাঁচ বার ইতিবাচক বৃদ্ধির উপরে বৃদ্ধি ঘটছে ভারতীয় অর্থনীতির৷ আগের দুই ত্রৈমাসিকের তুলনায় বৃদ্ধির তুলনায় শেষ ত্রৈমাসিকে বৃদ্ধির হার কমলেও রাশিয়া ইউক্রেন উত্তেজনার জেরে অপরিশোধিত তেল এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির আশঙ্কাতেও বৃদ্ধির গতি কিছুটা ধাক্কা খেয়েছে৷
বিশেষজ্ঞরা বলছেন, শেষ ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি যে গতিতে বেড়েছে তাতে স্পষ্ট, এখনও করোনা অতিমারির ধাক্কা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি৷ ফলে একদিকে যেমন সরবরাহের ঘাটতি রয়েছে, সেরকমই উৎপাদনের খরচও বেড়েছে, আবার গ্রামাঞ্চলের বাজারে চাহিদাও সেভাবে বাড়েনি৷
