বাংলার রাজ্যপাল হয়ে আসার পর থেকেই বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকর। প্রায় প্রতিদিনই পালা করে রাজ্য সরকারকে উত্ত্যক্ত করতে দেখা যায় তাঁকে। যে কারণে কিছুদিন আগেই রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী নবান্ন-রাজভবন সংঘাত এমন পর্যায়ে চলে গিয়েছে যে, রাজ্যপালের অপসারণের দাবিতে সংসদেও সরব হয়েছে বাংলার শাসক দল। এরই মধ্যে এবার ১০৮ পুরসভার ভোটে রাজ্য নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে বলে দাবি করে বিবৃতি প্রকাশ করা হয়েছে রাজভবনের তরফ থেকে।
রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকেও পাঠিয়েছেন ধনকর। এ নিয়েই এবার ফের তাঁকে তুলোধনা করল তৃণমূল। বিজেপির পতাকা হাতে তাদের ডাকা বনধ পালনের জন্য রাজ্যপালকে পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘কয়েকটা জায়গায় বিজেপি, সিপিআইএমের প্ররোচনায় গণ্ডগোল হয়েছে। সেটা যদি শতাংশের হিসাবে দেখা যায় তাহলে তা খুবই নগন্য। ১১ হাজার বুথের মধ্যে ২০টা বুথে গোলমাল হয়েছে। সুতরাং এটা কোনও সংখ্যাই নয় দেখতে গেলে। আমি মহামান্য রাজ্যপালকে বলতে চাই, বিজেপির পতাকা নিয়ে রাস্তায় নেমে বনধ পালন করুন। ওটাতেই আপনাকে আরও বেশি মানাবে। সরাসরি রাজনীতি করুন। দয়া করে, রাজভবনটাকে কলঙ্কিত করবেন না।’
