ইউক্রেন পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই চিঠি পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে যুদ্ধ নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা উচিত। পাশাপাশি, যে সব ভারতীয় ছাত্র ছাত্রী আটকে পড়েছে তাদের অবিলম্বে ফিরিয়ে আনার সব রকম ব্যবস্থা করা হোক।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই সময় আমাদের উচিত দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে গোটা বিশ্বের কাছে দেশের মাথা যাতে উঁচু থাকে সেই মত পদক্ষেপ করা। বৈদেশিক নীতির প্রশ্নে এটাই দেশের ঐতিহ্য বলেও উল্লেখ করেছেন মমতা। পাশাপাশি জানিয়েছেন, একজন সিনিয়র মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় দলের নেতা হিসেবে তিনি ইউক্রেন পরিস্থিতিতে দেশের বৈদেশিক নীতির এই পরম্পরার প্রতি তাঁর আস্থা পুনরায় ব্যক্ত করছেন।
কেন্দ্রের হাতে হাত মিলিয়ে উদ্ধারকাজের বার্তাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, সমস্ত রাজনৈতিক ঊর্ধ্বে উঠে দেশের গরিমার স্বার্থে একযোগে এই অপারেশনে কাজ করা উচিত বলে মনে করছেন তিনি। এই চিঠির মাধ্যমে নিজের নিঃশর্ত সমর্থনের কথাও প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রয়োজনে সর্বদল বৈঠক ডাকার আবেদন জানিয়েছেন তিনি। সেই বৈঠকে নিজে যোগ দেবেন বলেও মোদীকে জানিয়েছেন মমতা।
বিদেশনীতির আরও একটি দিক প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, স্বাধীনতার পর থেকে আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। সঙ্গে দাবি করেছেন, ইউক্রেনে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তার প্রেক্ষিতে ভারতের অবস্থান কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করা উচিত।