গেরুয়া শিবিরের ডাকা বনধে কলকাতায় কোনও প্রভাব পড়েনি। বিজেপি রাজনৈতিভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। এবার এমনই মন্তব্য করলেন সৌগত রায়। পাশাপাশি বিজেপির ডাকা বনধ নিয়ে সিপিএমের মন্তব্যে যে তিনি খুশি, তা-ও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সাংসদ।
এদিন সাংবাদ মাধ্যমের তরফে সৌগত রায়ের কাছে বনধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, কলকাতায় বনধের কোনও প্রভাব পড়েনি। এই ধরনের বনধকে অর্থহীন বলে দাবি করে দমদমের তৃণমূল সাংসদ আরও বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে বিজেপি। পাশাপাশি তিনি বিজেপির ডাকা বনধে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্যে যে খুশি তা গোপন করেননি। তিনি বলছেন, সিপিএমের এক নেতা বিজেপি সম্পর্কে যা বলেছেন, তাই সঠিক।
উল্লেখ্য, ১০৮ টি পুরসভার ভোটে সারাদিন সন্ত্রাসের অভিযোগ করে বিজেপি রবিবার বিকেলে জানায় সোমবার সকাল ছটা থেকে বারো ঘন্টার বনধের ডাক দেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছিলেন, বিজেপি বাংলা বনধ ডাকবে আর তারা সমর্থন করবেন, এটা ভাবা ঠিক নয়। তারা সবসময়ই আন্দোলনের সঙ্গে থাকেন বলে দাবি করে সুজন এই প্রশ্নও তুলেছিলেন, যে সারাদিন বিজেপি কোথায় ছিল?