ইউক্রেনের ‘যুদ্ধের’ মধ্যে সোমবার ভারতীয় বাজারে একলাফে বাড়ল সোনার দাম। সপ্তাহের প্রথম কর্মদিবসে ১০ গ্রাম সোনার দাম ৭২৪ টাকা বা ১.৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,৯৪৫ টাকা। বড়সড় উত্থানের সাক্ষী থেকেছে রুপোও। এক কিলোগ্রাম রুপোর দাম ১.৬৭ শতাংশ বা ১,০৬৭ টাকা বেড়ে ৬৫,০৯০ টাকায় ঠেকেছে।
কারণ ন্যাটো যদি কোনও সামরিক পদক্ষেপ করে, তাহলে যুদ্ধের আগুন আরও জ্বলে উঠতে পারে। তবে সেটার সম্ভাবনা অত্যন্ত কম। কারণ ন্যাটোভুক্ত দেশগুলি ইউক্রেনকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। সেটার অর্থ হল যে তারা সামরিক সাহায্যের পরিবর্তে ইউক্রেনকে নৈতিক সমর্থন দিতে চাইছে।’
কিন্তু সোমবার বাজার খুলতেই পরিস্থিতি পালটে গিয়েছে। ভারতীয় বাজারে লাফিয়ে বেড়েছে সোনা এবং রুপোর দাম। বিশ্ব বাজারেও বড়সড় উত্থান হয়েছে সোনার।
এক আউন্স সোনার দাম এক শতাংশ বেড়ে ১,৯০৯.৮৯ ডলারে ঠেকেছে। তার ফলে চলতি মাসে ছয় শতাংশের মতো উত্থান হয়েছে হলুদ ধাতুর। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া এবং ইউক্রেন ‘যুদ্ধের’ প্রেক্ষিতে সাম্প্রতিক বার্তা দেওয়া হয়েছে, তার জেরে আবারও দাম বেড়েছে সোনা এবং রুপোর।
গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেন ‘সামরিক অভিযান’ ঘোষণার পর হুড়মুড়িয়ে বেড়েছিল সোনার দাম। পরদিন অবশ্য সেই উত্থানে লাগাম পড়েছিল। অনেকটাই পড়েছিল হলুদ ধাতুর দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১,২৭৩ টাকা কমে গিয়েছিল। বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, রাশিয়া এবং ইউক্রেনের ‘যুদ্ধের’ কারণে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠেছে বাজার।
তাঁরা বলেছিলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে সোনার দাম অনেকটা বেড়েছিল। তবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থেকে বাজারের মনোযোগ সরে গিয়েছে। তবে সোনার বিনিয়োগকারীদের রাশিয়া-ইউক্রেনের খবরের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।