রবিবার পুরনির্বাচন চলাকালীন ভাটপাড়ায় ব্যাপক উত্তেজনা। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে বাদানুবাদ ঘটল পুলিশের। ঊর্দিধারীদের লক্ষ্য করে ইঁটও ছোঁড়া হয়। জখম হয়েছেন এক পুলিশকর্মী। পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠিচার্জ করে পুলিশ। এদিন সকাল সাতটা থেকেই রাজ্যের ২০টি জেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ। ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডে নিজেই পৌঁছন অর্জুন সিং। ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। ঊর্দিধারীদের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিও হয়। সেই সময় প্রতিরোধ গড়তে এগিয়ে আসেন তৃণমূল কর্মীরা। তাঁদের মধ্যে একজনকে অর্জুন সিং চড় মারেন বলেই অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পালটা মৃদু লাঠিচার্জ করে। নামানো হয় র্যাফ-ও।
তবে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দাবি, তাঁর উপর হামলার চেষ্টা করেছে। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। জানিয়েছে, পরিস্থিতি তেমন বিশেষ উত্তপ্ত হয়নি। ভোটে হার নিশ্চিত তা বুঝতে পেরেই অযথা অর্জুন সিং অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন বলেই দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এবং খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর ভাবনা তৃণমূলের। এদিকে, পুরনির্বাচনে ভোট দিলেন না বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর ওয়ার্ডে ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী নেই। শেষমুহূর্তে বিজেপি সাংসদের ভাইপো সৌরভ সিং দলবদল করেন। বর্তমানে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। দলীয় প্রার্থী না থাকায় ভোট দিতে পারলেন না অর্জুন।