সম্প্রতি শিলিগুড়িতে দেখা গিয়েছিল গাছে উঠে পড়েছে চিতাবাঘ। তা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল জলপাইগুড়িতে। এখানের জাম গাছের মগডালে উঠে পড়ল চিতাবাঘ। এই দৃশ্য নজরে আসতেই তোলপাড় অবস্থা শুরু হয়েছে। স্থানীয়দের ফোনে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ এবং বন দফতরের আধিকারিকরা।
উল্লেখ্য, সম্প্রতি শিলিগুড়ির ঘুঘুঝোড়া গ্রামে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। তাতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। তবে স্থানীয় বাসিন্দারা ওই চিতাবাঘকে তাড়া করতে থাকে। চিতাবাঘও একের পর এক গাছে লাফাতে থাকে। তারপর গাছের মগডালে উঠে পড়ে। বন দফতর এসে ওই চিতাবাঘকে উদ্ধার করে। এবার আবার একই ঘটনা ঘটায় ভাবিয়ে তুলেছে বন দফতরের আধিকারিকদের।
ঠিক কী ঘটেছে সেখানে? স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে ধুপগুড়ি শহরের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেখতে পান, জাম গাছের মগডালে বসে রয়েছে চিতাবাঘ। তখন তিনি বাকি প্রতিবেশীদের ডেকে আনেন। তাঁরাও এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। আর বিলম্ব না করে তখন ফোন করা হয় ধুপগুড়ি থানায়। চিতাবাঘের ছবি তুলতে মানুষজন জড়ো হন।
পুলিশ পরিস্থিতি বেগতিক দেখে বন দফতরে খবর দেন। পুলিশের ফোন পেয়েই বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড এবং অন্যান্য রেঞ্জের বনকর্মীরা হাজির হন। তাঁদের তৎপরতায় চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদফতর। তবে গাছের মগডাল থেকে চিতাবাঘকে নামাতে হিমশিম খেতে হয়। আর এই দেখে আতঙ্কে কাঁপতে থাকেন বাসিন্দারা।