এবার চেন্নাই থেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও চিত্রা রামাকৃষ্ণার উপদেষ্টা আনন্দ সুব্রহ্মণ্যমকে গ্রেফতার করল সিবিআই। এনএসই মামলার তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তদন্তে তাঁর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ হাতে আসতেই বৃহস্পতিবার রাতে চেন্নাই থেকে সিবিআই সুব্রহ্মণ্যমকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। এর আগে এনএসই স্ক্যাম মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
উল্লেখ্য, আধিকারিক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগে শিরোনামে এসেছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। হিমালয়ের এক যোগীর কথা নিয়োগ করতেন এবং কর্মীদের পদোন্নতির যাবতীয় সিদ্ধান্ত নিতেন সংস্থার প্রাক্তন এমডি ও সিইও চিত্রা রামকৃষ্ণ অভিযোগ এমনটাই। এই নিয়ে কিছুদিন আগেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানিয়েছিলেন, এই বিষয়ে সরকারি একাধিক এজেন্সি তদন্ত চালাচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে কিছুদিন আগেই আনন্দ সুব্রক্ষণ্যমের বাড়িতে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর।
উল্লেখ্য, আগেই আনন্দ সুব্রক্ষণ্যমের নিয়োগকারী চিত্রা রামকৃষ্ণকে আগে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। অভিযোগ, এক সাধুর পরামর্শ নিতেন চিত্রা। তাঁর কথাতেই নিয়োগ করা হয়েছিল আনন্দকে। এই ঘটনায় আনন্দের গ্রেফতারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিপুল বেতনে আনন্দকে এনএসই-র গ্রুপ অপারেটিং অফিসার পদে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। হিমালয়ের বাবার পরমর্শেই কী এত বেতন দেওয়া হত তাকে সেবিষয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।