এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই সায় দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এখনই পদত্যাগ করতে হচ্ছে না মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিককে। মহারাষ্ট্রের জোট সরকার সিদ্ধান্ত নিয়েছে ইডির হাতে গ্রেপ্তার হওয়া মন্ত্রী নবাবকে ইস্তফার জন্য চাপ দেওয়া হবে না। তিনি ইস্তফা দিলে তা গ্রহণও করা হবে না।
গতকাল নবাব মালিকের গ্রেফতারির পরই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনসিপি প্রধান শরদ পওয়ারকে ফোন করেন। সূত্রের খবর, ফোনে নবাবের গ্রেফতারি এবং ইডির অতিসক্রিয়তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি সবরকমভাবে পওয়ারের পাশে থাকারও প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রী এনসিপি সুপ্রিমোকে বলেছেন, ‘কোনও কিছু হলেই এরা ইডি লেলিয়ে দিচ্ছে। এতদিন আমাদের এসব ফেস করতে হয়েছে। এবার আপনাদেরও ফেস করতে হবে’। মমতা এদিন পাওয়ারকে বলেন, সব বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করতে হবে। একই সঙ্গে অনুরোধ করেছেন নবাব মালিককে যেন মন্ত্রীপদ থেকে না সরানো হয়।
মমতার সেই অনুরোধের পরই গতকাল দফায় দফায় বৈঠক করেছে মহারাষ্ট্র সরকারের তিন শরিক দল। আলাদা করে পওয়ারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নবাব মালিককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে না। মহারাষ্ট্রের আরেক মন্ত্রী তথা এনসিপি নেতা ছগন বুজবল বুধবার বলেন, নবাব মালিককে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর প্রতিবাদ করব। সরকারের তিন শরিকই ঠিক করেছে, বিজেপির এই অন্যায়ের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়বে মহা বিকাশ আগাড়ি।