এবার মুখ পুড়ল বিহারের শাসক জোটের। সে রাজ্যে নেশার ঘোরে নগ্ন অবস্থায় রাস্তায় ঘুরতে গিয়ে গ্রেফতার জেডিইউ নেতা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলের জয়প্রকাশ প্রসাদের কীর্তিতে বেজায় লজ্জায় পড়েছে জেডিইউ-সহ শাসক জোট।
ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা জেলার জগদীশপুর গ্রামে। ইসলামপুরের জেডিইউয়ের যুব সংগঠনের নেতৃত্ব দেন এই জয়প্রকাশ প্রসাদ ওরফে কালু। সেখানকার ব্লক প্রেসিডেন্ট তনবীর আলম জানিয়েছেন, জয়প্রকাশের কীর্তির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেটা দেখে আমরাই পুলিশকে জানাই।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, নিজের শরীর থেকে একের পর এক পোশাক খুলে ফেলে দিচ্ছেন তিনি। মদের নেশার বিভোর হয়ে আশপাশের কিছুতেই তাঁর খেয়াল নেই। এরপর ওভাবেই রাস্তায় হাঁটতে শুরু করেন তিনি, নগ্ন অবস্থায়। এদিকে তাঁর ভাই বারবার তাঁকে বোঝানোর চেষ্টা করছিলেন। ফিরতে বলছিলেন বাড়িতে। কিন্তু ভাইয়ের কথা কানেই তোলেননি তিনি।
পুলিশ জানিয়েছে, গ্রামে হট্টগোলের খবর পেয়ে তারা সেখানে যায়। সম্পূর্ণ নগ্ন অবস্থায় ওই জেডিইউ নেতাকে পাওয়া যায়। এদিকে বিহারে মদ নিষিদ্ধ। ফলে তাঁকে গ্রেফতার করা হয় তৎক্ষণাৎ। নেতাকে মদ্যপ অবস্থায় গ্রেফতারের ঘটনায় অস্বস্তিতে পড়েছে নীতিশ কুমারের দল।