একুশের ভোটযুদ্ধে ভরাডুবির পর থেকেই গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়ে গিয়েছে গোষ্ঠীকোন্দল, দোষারোপের পালা। নিত্যদিন ভাঙনও ধরছে দলে৷ এমনকী বিধানসভা নির্বাচনের আগে যেমন দলে দলে শিল্পীরা যোগ দিয়েছিলেন বিজেপিতে, তেমনি ভোটের পর থেকেই একে একে দল ছাড়ছেন টলিউড তারকারা।
সেই তালিকায় রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্তও। চলতি বছরের ২৫ জানুয়ারি বিজেপি ছাড়ার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন বনি। তাঁর পথে আগেই হেঁটেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। এবার দুজনকেই দেখা গেল পুরভোটে তৃণমূলের হয়ে প্রচার করতে।
বুধবার হাবড়ার ২৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে দেখা গেল বনি সেনগুপ্তকে। সেই প্রচার শেষে ফের তিনি বিজেপিকে আক্রমণ শানিয়ে বলেন, ‘বিজেপিতে থেকে কোন কাজেই আসছিলাম না। ওদের কিছু পরামর্শ দিলেও বলত, দিল্লী থেকে অনুমতি নিতে হবে। কিন্তু সেই অনুমতি আর আসত না। ক্ষমতায় না থেকেও মানুষের জন্য কীভাবে কাজ করা যায়, সে বিষয়ে পরামর্শ দিয়েছিলাম। কিন্তু কোন লাভ হয়নি। তাই মনে হল এরকম দলের সঙ্গে থাকার থেকে না থাকা ভাল।’ তিনি আগেই জানিয়েছিলেন, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করেনি। বাংলা ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে উন্নয়নের প্রতিশ্রুতি পেয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, তার কোনও রোডম্যাপও তিনি দেখতে পাননি। তাই, বিজেপির সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ত্যাগ করেছেন।
