এখনও পুরোপুরি সুস্থ নন পেলে। আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে তাঁকে। ব্রাজিলের ফুটবল তারকাকে ১৩ই ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কেমো দেওয়ার জন্য। তাঁকে যে সময় ছাড়ার কথা ভেবেছিলেন চিকিৎসকরা, তার থেকে বেশি সময় থাকতে হবে। পেলের মূত্রনালীতে সংক্রমণ পাওয়ার কারণে আরও কিছু দিন হাসপাতালে রাখা হবে তাঁকে। সাও পাওলো হাসপাতালের তরফে দেওয়া মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, হাসপাতালে থাকার সময় কিছু পরীক্ষা করা হয় পেলের। সেই সময় তাঁর মূত্রনালীতে সংক্রমণ দেখতে পাওয়া যায়। সেই কারণে আরও কিছু দিন হাসপাতালে রাখা হবে কিংবদন্তিকে।
পাশাপাশি, অন্য কোনও সমস্যা নেই বলেই জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। ফলে কয়েক দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। বিগত কয়েক বছর ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন পেলে। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এখন আর জনসমক্ষে আসেন না। ৮১ বছর বয়সের পেলের কোমরে অস্ত্রোপচার হয়েছে। ফলত হাঁটতে সমস্যা হয় তাঁর।
