বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ মার্চ বীরভূম সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর। অভিযোগ, দেউচা পাচামি নিয়ে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা। এই অবস্থায় গত কয়েকদিন আগেই প্যাকেজে সংশোধন করেছে রাজ্য সরকার। জমির বর্তমান মূল্যের থেকে দ্বিগুণ টাকা দেওয়ার ঘোষণা করেছে।
মুখ্যমন্ত্রীর এই বীরভূম সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত রাজ্যের প্রশাসনিক প্রধানের বীরভূম সফর নিয়ে তেমন কিচু সরকারি ভাবে ঘোষণা করা হয়নি। এমনকি তৃণমূলের তরফে কিছু ঘোষণা করা হয়নি।
তবে শোনা যাচ্ছে বীরভূম সফরে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে পারেন। এমনকি দেউচা পাঁচামিতেও যেতে পারেন মুখ্যমন্ত্রী। এমনটাই শোনা যাচ্ছে। নিজে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলতে যান মুখ্যমন্ত্রী। কেন এই জায়গা প্রয়োজন সে বিষয়ে স্থানীয়দের বোঝাতে চান বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন দেউচায় প্রায় ২১০ কোটি ২০ লাখ টন কয়লা মজুত রয়েছে। কয়লা মজুতের পরিমানের হিসাবে এই কয়লা খনিটি ভারতের ও এশিয়ার বৃহত্তম। শুধু তাই নয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি এটি। এটা কয়লা খনিকে সামনে রেখে রাজ্যের শিল্প সম্ভাবনায় কার্যত জোয়ার আনতে চান মুখ্যমন্ত্রী।
গত কয়েকদিনে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে রাজ্যে শিল্পে জোয়ার আনতে যা করার হয় করবেন। এমনকি সম্প্রতি চার পুরনিগমের ফলাফলের দিনও মমতা বলেছিলেন, তাঁর এখন লক্ষ্য শিল্প আর কর্মসংস্থান। আর এই দুই লক্ষ্যপূরণের কাজ অনেকটাই সহজ হবে যদি দেউচা পাচামিতে খোলামুখ খনিটি শেষ পর্যন্ত চালু করা যায়। আর সেটাই এখন পাখির চোখ তাঁর।