উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত দাবি করেলেন যে তাঁর কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে ৪৫-৪৮টি আসন জিতবে। আগে থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসব।
উত্তরাখণ্ডের ৭০-আসনের বিধানসভার নির্বাচন ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল এবং ১০ মার্চ ফলাফল ঘোষণা করা হবে। রাওয়াত বলেছেন, ‘যদি আমরা ২০০২ সালের বিধানসভা নির্বাচনের সঙ্গে ২০২২ সালের বিধানসভা ভোটের তুলনা করি তবে আমরা এবার আরও ভাল অবস্থানে আছি। ২০০২ সালে আমরা আমাদের ইতিবাচকতার জোরে নির্বাচনে জিতেছিলাম যখন সেই সময়ে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষমতাবিরোধী শক্তি ততটা শক্তিশালী ছিল না। এবার আমাদের দল অনেক শক্তিশালী। তাই এবার আমরা জিতবই’।
তিনি আরও বলেছেন, ‘২০০২-এর তুলনায় ২০২২-এ কংগ্রেসে আরও ইতিবাচকতা রয়েছে এবং বিজেপির বিরুদ্ধে বিরোধীতার ইস্যু অনেক রয়েছে। তাই আমরা ৪৫-৪৮টি আসন জিতে এবং সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী’ । তাই তিনি নিজেই জয় নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে দিয়েছেন পার্টি। সেখানেই তিনি এই কথা বলেছেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেছেন যে ২০০২ সালে সবাই দলের জয় নিয়ে সন্দেহে ছিল কিন্তু তিনি ব্যক্তিগতভাবে নিশ্চিত ছিলেন কমপক্ষে ৪০ টি আসন জিতবে।২০০২ সালে, কংগ্রেস মোট ৭০ টি আসনের মধ্যে ৩৬ টি জিতে সরকার গঠন করেছিল। রাওয়াত সেই সময়ে দলের রাজ্য ইউনিটের সভাপতি ছিলেন এবং তাঁর নেতৃত্বেই নির্বাচন হয়েছিল।