আক্রমণ পাল্টা ঝাঁঝালো আক্রমণ, এই নীতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।সম্প্রতি কেজরিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন একসময় তাঁর ঘনিষ্ঠ সহযোগী তথা প্রাক্তন আম আদমি পার্টি নেতা কুমার বিশ্বাস। কেজরির বিরুদ্ধে পরোক্ষে খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত জঙ্গিদের যোগাযোগের অভিযোগ তুলেছিলেন কুমার। কেজরি ‘খালিস্তানের প্রধানমন্ত্রী’ হতে চান বলেও দাবি করেছিলেন বিশিষ্ট এই কবি। সম্প্রতি কুমারের দাবিকে এক প্রকার সমর্থন জানিয়ে কেজরীবালকে বিঁধেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার পাল্টা জবাব দিলেন ‘মাফলার ম্যান’। মোদীকে কটাক্ষ করে কেজরীবাল বলেন, প্রধানমন্ত্রীর উচিৎ একক শক্তি হিসেবে কুমার বিশ্বাসকে জঙ্গি দমনে নিয়োগ করা।
লখনউতে এক জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে কেজরি বলেন, ‘বিজেপি সব কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে অভিযান করানোর পরও কিছু পায়নি। গাজিয়াবাদের এক কবির দাবি ছিল কেজরি একজন সন্ত্রাসবাদী। আমি প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করছি জঙ্গি দমনে নিযুক্ত সব সংস্থাগুলিকে সরিয়ে ওই কবির হাতে যাবতীয় দায়িত্ব তুলে দেওয়া হোক। তারপর সে সিদ্ধান্ত নেবে কারা কারা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত’।
এবারের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে কেজরির আম আদমি পার্টি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের পাঞ্জাব ভোটে আপ ভাল ফল করতে পারে। কুমার বিশ্বাসের মন্তব্যকে হাতিয়ার করে পাঞ্জাবের এক জনসভা থেকে দিল্লীর মুখ্যমন্ত্রীকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের মতো আম আদমি পার্টি ভারতকে ভাগ করতে চায় বলে অভিযোগ করেছিলেন তিনি। এবার তাঁর জবাব দিলেন কেজরি।