রবিবার সকালে মুম্বইয়ে প্রয়াত হয়েছেন রাজ্যের উপভোক্তা বিষয়ক দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে। গতকাল রাতেই মুম্বই থেকে তাঁর মরদেহ নিয়ে আসা হয় কলকাতায়। সোমবার সকালে বিধানসভায় শায়িত ছিল তাঁর নশ্বর দেহ। আর তাঁকে শেষশ্রদ্ধা জানাতেই জীবনে প্রথমবার বিধানসভায় পা রাখলেন সাধন পাণ্ডের পারিবারিক বন্ধু তথা টলিউড তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত।
সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডের সঙ্গে এমনকী সাধন পাণ্ডের সঙ্গে বেশ অনেক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে ঋতুপর্ণাকে। সোমবার অভিনেত্রী যখন বিধানসভায় যান, তখন সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতুপর্ণাকে ডেকে তাঁকে সঙ্গে নিয়ে বিধানসভার ভেতরে যান তিনি। প্রায় পাঁচ মিনিট কথোপকথন হয় তাঁদের।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নায়িকা জানান, সাধন পাণ্ডের মৃত্যু তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি। তিনি বলেন, ‘শ্রেয়া, সাধন দা আমার পরিবার। আমাকে খুবই স্নেহ করতেন। আমাকে খুবই ভালোবাসতেন। খুবই বড়মাপের মানুষ ছিলেন। শেষদিন অবধি মানুষের জন্য কাজ করে গেছেন। আমার কাছে এটা ব্যক্তিগত ক্ষতি, কারণ এই মমতা ভালোবাসা আর তো পাব না। প্রার্থনা করি উনি যেখানেই থাকুন, ভাল থাকুন।’
বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হল? এই প্রশ্নের উত্তরে ঋতুপর্ণা জানান, ‘আমি প্রথমবার বিধানসভায় এলাম। দিদি বললেন ভেতরে এসে একটু দেখে যেতে। ওঁরও আজ খুব মনখারাপ। অনেকদিন পর দিদির সঙ্গে দেখা হল, তাই বসে একটু কথা হল। আমাকে উনি খুব স্নেহ করেন। বললেন, তুমি এসেছ, ভাল করেছো।’