রবিবার সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। গতকাল রাতের বিমানেই মুম্বই থেকে কলকাতা নিয়ে আসা হয় রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রীর দেহ। তারপর তা রাখা হয় তপসিয়ার পিস ওয়ার্ল্ডে। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে তাঁর দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় কাঁকুড়গাছির বাসভবনে। সেখানে আত্মীয় স্বজন ও অনুগামীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। তারপর তাঁর দেহ নিয়ে যাওয়া হবে গোয়াবাগানের বাসভবনে। দুপুর ১২ টায় দেহ বিধানসভা ভবনে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এরপর শেষকৃত্যের জন্য সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে নিমতলা ঘাট শ্মশানে নিয়ে যাওয়া হবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে। দ্বিতীয় ঢেউয়ের সময়ে তিনি করোনা আক্রান্ত হয়। তখনও তাঁর শারীরিক অবস্থায় বেশ অবনতি হয়েছিল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসকদের টিম তাঁর ওপর সর্বক্ষণের নজর রেখেছিল। সেবার সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন তিনি। তবে গত বছরের শেষের দিকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেসময় তাঁর শ্বাসকষ্টের সমস্যা প্রবল হয়েছিল। ফুসফুসের সংক্রমণ ধরা পড়েছিল। এরপরই তাঁকে মুম্বইয়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বেশ কিছুদিন ধরেই মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না।
মন্ত্রীর প্রয়াণে সোমবার রাজ্যের সমস্ত সরকারি দফতর ও স্কুলগুলিকে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। অর্ধনমিত রাখা হবে দলীয় পতাকা। শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে শোকবার্তা জানিয়ে তিনি লিখেছেন, ‘সাধন পাণ্ডে ছিলেন আমাদের সিনিয়র সহকর্মী। দীর্ঘদিনের সম্পর্ক। মুম্বইয়ের এক হাসপাতালে তাঁর প্রয়াণ ঘটেছে। আমি গভীরভাবে শোকাহত। তাঁর বন্ধু-আত্মীয়-পরিজন ও পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা।’ সাধন পাণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকরও।