চলে গেলেন স্বাধীনতা সংগ্রামী শকুন্তলা চৌধুরী। ১০২ বছর বয়েসে অসমের গুয়াহাটিতে নিজের বাসভবনে মারা যান তিনি। গান্ধী আদর্শে সারাজীবন কাটিয়েছেন তিনি।
স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার পর, তিনি সারাজীবন সমাজসেবী হিসেবে কাজ করে গেছেন। নারী ও শিশুদের কল্যাণে একাধিক কাজ করেছেন। গরিবদের জন্য তাঁর প্রাণ কাঁদত অহরহ। তাঁর মহান অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় তাঁকে।
রবিবার তিনি নিজের বাড়িতে মারা যান। বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। তাঁর চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে গোটা অসমে। মহাত্মা গান্ধীর হাত ধরে তৈরি হওয়া অসমের সারানিয়া আশ্রমের দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর অবদানের জন্য গতবছর পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় তাঁকে।