ফের কড়া পদক্ষেপ নিল তৃণমূল। বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তবুও ভোটের লড়াইয়ে অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কার। উত্তর ২৪ পরগনায় একসঙ্গে ৬১ জন বিক্ষুব্ধকে বহিষ্কার করল তৃণমূল। জেলাজুড়ে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দেন ৬৭ জন। হুঁশিয়ারির পর আগেই ৬ জন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান। চূড়ান্ত হুঁশিয়ারির পরেও অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল নেতৃত্ব।
পাশাপাশি, দলের নির্দেশ অমান্য করায় আরামবাগের চার, এগরার দুই, ও ডানকুনির এক নির্দল প্রার্থীকেও বহিষ্কার করল তৃণমূল। গত কয়েক দিন ধরেই বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে শাসক দল। শতাধিক বিক্ষুব্ধ নেতা ও নির্দল প্রার্থীকে বহিষ্কার করা হলেও, পিছু হটেননি পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী। এই অনড় মনোভাবের কারণেই এগরার দুই বিক্ষুব্ধ নেতা ও নির্দল প্রার্থীকে বহিষ্কার করেছে তৃণমূল। আরামবাগের তৃণমূলের বিদ্রোহীরা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে করছেন প্রচার। লুৎফা বেগম-সহ চার জন বিক্ষুব্ধ নেতা-নেত্রী ও নির্দল প্রার্থীকে বহিষ্কার করেছে তৃণমূল।