ফের পাহাড়প্রমাণ দুর্নীতির খোঁজ মিলল মোদীর রাজ্যে। গুজরাটে এবিজি শিপইয়ার্ডের দুর্নীতি, ব্যাংক জালিয়াতি প্রকাশ্যে এল। এবার তা নিয়ে সরব হল তৃণমূল। শনিবার সাংবাদিক বৈঠকে এর বিরুদ্ধে দেশজুড়ে বড়সড় আন্দোলন গড়ে তোলার কথা জানালেন রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায়। পাশাপাশি রাজ্যসভাতেও এ নিয়ে প্রতিবাদের পরিকল্পনা রয়েছে তৃণমূলের। আগামী দিনগুলোয় জাতীয় স্তরে কী কী কর্মসূচী রয়েছে দলের, তাও বিশদে জানিয়েছেন সুখেন্দুশেখর রায়। আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের বাইরেও কর্মসূচীতে অংশ নেবে তৃণমূল। সূত্রের খবর, তার জন্য বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে দলের নারী ব্রিগেডকে।
উল্লেখ্য, গুজরাটের এবিজি শিপইয়ার্ডের বিরুদ্ধে ২৮টি ব্যাঙ্কের মোট ২২ হাজার ৮৪২ কোটি টাকা জালিয়াতির অভিযোগে সিবিআই জাহাজ নির্মাণ সংস্থার তিন কর্ণধার ঋষি আগরওয়াল, সন্থানম মুথুস্বামী ও অশ্বিনী কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তা নিয়ে এদিন সুখেন্দুশেখর রায় বলেন, “দেশজুড়ে এর বিরুদ্ধে আন্দোলনে নামবে তৃণমূল। বিজয় মালিয়া, নীরব মোদী থেকে আজকের ঋষি আগরওয়ালদের দাপটে দেশের সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ছেন। তাই সর্বস্তরে ছড়িয়ে দেওয়া হবে এই প্রতিবাদ।” আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবছর বাংলা ছাড়াও একাধিক রাজ্যে তৃণমূল সংগঠন খোলায় সেসব জায়গায় পালিত হবে এই দিনটি। তার জন্য দলের মহিলা ব্রিগেড তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। কলকাতায় নিজে হাঁটতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।