রবিবার উত্তরপ্রদেশে চলছে তৃতীয় দফার বিধানসভা নির্বাচন। সরগরম রাজনৈতিক আবহ। সে রাজ্যে বিজেপির প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে দলের তাবড় নেতারা। রাজ্যের এপ্রান্ত-ওপ্রান্ত চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তবে সর্বশক্তি নিয়ে ঝাঁপালেও অস্বস্তি কিছুতেই পিছু ছাড়ছে না পদ্মশিবিরের। এবার তা ফের প্রকট হয়ে উঠল।
প্রসঙ্গত, এদিন যোগীরাজ্যে প্রচারে এসে বিড়ম্বনায় পড়লেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন গোন্ডা জেলায় দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে বেশ কয়েকজন যুবক চাকরির দাবিতে বিক্ষোভ দেখান। “সেনাবাহিনীতে নিয়োগ চালু করতে হবে। আমাদের দাবি পূরণ করতে হবে”, এমনই স্লোগান দিতে থাকেন তাঁরা। পরিস্থিতি বেগতিক দেখে ড্যামেজ কন্ট্রোলে নামেন স্বয়ং রাজনাথ। নেমে বিক্ষোভরত যুবকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, “হবে হবে। চিন্তার কোনও কারণ নেই। করোনা সংক্রমণের জন্য কিছু সমস্যা হচ্ছে। আমরাও এই নিয়ে চিন্তিত।”