তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলেই বাজিমাত করতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে অনুষ্ঠিত হয়েছিল তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক। এর আগে এক বৈঠকে তৃণমূলের সব পদ অবলুপ্ত করে দিয়েছিলেন মমতা। আর এদিনের বৈঠকে নতুন করে সংগঠনকে ঢেলে সাজালেন তিনি। দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতাদের নিয়োগ করলেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এরই মাঝে এদিন বৈঠকে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘নতুন প্রজন্মকে প্রয়োজন রয়েছে দলের। তবে এটা মনে রাখতে হবে যে ওল্ড ইজ গোল্ড। নবীন-প্রবীণদের একসঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।’
এদিন বৈঠকে মমতা আরও জানান, তৃণমূল কংগ্রেস দীন-দরিদ্রদের দল। তাই এই দলে থেকে ভৈববের প্রদর্শন কাম্য নয়। এর আগে গত সপ্তাহে এক বৈঠক করে জাতীয় কর্মসমিতি গঠন করে সর্বভারতীয় স্তরে দলের সব পদ খালি করে দিয়েছিলেন মমতা। জাতীয় কর্মসমিতির সঙ্গে দলনেত্রী মমতার সমন্বয় রক্ষার ভার পেলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। গুরুত্ব বাড়ল চন্দ্রিমা ভট্টাচার্য ও অরূপ বিশ্বাসের।
একই সঙ্গে ঘোষণা হয়েছে কমিটির অন্যান্য সদস্যদের নামও। সূত্রের খবর, শুক্রবার কালীঘাটে এক ঘণ্টার বৈঠকে ২৫ মিনিট নিজের বক্তব্য রেখেছেন দলনেত্রী। যে বক্তব্যের নির্যাস, ‘নতুনদের প্রয়োজন, কিন্তু মনে রাখবেন, ওল্ড ইজ গোল্ড।’