বরাবরই সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলনেত্রীর আদর্শেই দীক্ষিত তাঁর দলের নেতা-নেত্রীরাও। এবার যেমন পুরভোটের আগে বাম প্রার্থীর বাড়িতে আচমকাই হাজির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ড্রয়িংরুমে বসে চলে আলাপচারিতা। চা পানও করেন তিনি।
জানা গিয়েছে, কামারহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী আসলাম আলি এই অভিযোগ করেছেন যে নিজের ইচ্ছে মতো প্রচারে বেরতে পারছেন না তিনি। এই খবরই কানে যেতেই সিপিআইএম প্রার্থীকে আশ্বস্ত করতে নিজে তাঁর বাড়িতে হাজির হন কামারহাটির বিধায়ক। বলেন, ভয় পাওয়ার প্রয়োজন নেই। নিশ্চিন্তে প্রচারে বেরতে পারবেন আসলাম আলি।
মদন কথায়, ‘থানা থেকে এসব খবর শুনলাম। এলাকায় আমায় দু’জন সিপিএমের ছেলেও বলল।’ এরপরই বিরোধী দলের প্রার্থীকে আশ্বস্ত করে বলেন, ‘আপনি পোস্টার মারুন। তৃণমূলের কোনও ছেলে কিছু করলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কামারহাটিতে লুঠ করার কোনও দরকার হবে না।’ সেই সঙ্গে আত্মবিশ্বাসী মদনের হুঙ্কার, সব ওয়ার্ডে তৃণমূলই জিতবে।