নতুন শুরু হওয়া প্রাইম ভলিবল লিগে কলকাতার দল কলকাতা থান্ডারবোল্ট। দলের চেয়ারম্যান পবন কুমার পতোদিয়ার লক্ষ্য বাংলায় ভলিবলের প্রসার এবং উন্নতি। গত ৫ ফেব্রুয়ারি থেকে হয়েছে প্রাইম ভলিবল লিগ।
দেশ জুড়ে ইতিমধ্যেই বেশ আগ্রহ তৈরি হয়েছে এই প্রতিযোগিতা ঘিরে। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত কলকাতা থান্ডারবোল্টের পারফরম্যান্স নজর কেড়েছে। অশ্বল রাইয়ের নেতৃত্বে চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই জয় পেয়েছে কলকাতার দলটি।
তাঁর মতে, আগ্রহ তৈরি হলেই আরো ছোট ছোট ছেলে-মেয়ে এই খেলায় আসবে। রাজ্যে ভলিবলের জনপ্রিয়তা বৃদ্ধি করতে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে চান কলকাতা থান্ডারবোল্টের চেয়ারম্যান। তাঁর আশা, ভবিষ্যতে বাংলা ভলিবলেও চমক দেখাবে।
প্রতিযোগিতার প্রথম বছরে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন দলের চেয়ারম্যান পবন কুমার পতোদিয়া। হায়দরাবাদ ব্ল্যাক হকসের বিরুদ্ধে লড়াই করে হারলেও কলকাতার দুরন্ত লড়াইয়ে খুশি তিনি। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণে দল তৈরি করেছেন পবন। কোচ সানি জোসেফকে নিয়ে উচ্ছ্বাস গোপন করছেন না তিনি। পবনের মতে, সানি খেলোয়াড়দের থেকে সেরা বের করে আনছেন। প্রশংসা করেছেন খেলোয়াড়দেরও।
কেবল খেতাবই লক্ষ্য নয় কলকাতা থান্ডারবোল্টের। পবন চান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভলিবলের প্রতিভা তুলে আনতে। ভলিবলের উন্নতির জন্য যা যা প্রয়োজন, সব কিছুই করতে চান পবন। বাংলার ছেলেদের নিয়ে ভবিষ্যতে শক্তিশালী কলকাতা থান্ডারবোল্ট গঠন করতে চান তিনি।
প্রাইম ভলিবল লিগকে ভারতীয় ভবিবলের জন্য আশীর্বাদের মতো মনে করছেন কলকাতা থান্ডারবোল্টের চেয়ারম্যান পবন কুমার পতোদিয়া। কয়েকটি রাজ্যে ভলিবল নিয়ে যথেষ্ট আগ্রহ থাকলেও দেশের সর্বত্র তা নেই। পশ্চিমবঙ্গেও ভলিবল নিয়ে আগ্রহ তৈরি করতে চান পবন।