প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিটি সভায় নিয়ম করে বলছেন, সমাজবাদী পার্টি ঘোর পরিবারবাদী। কখনও আবার বলছেন, এটা বাপ-বেটা-কাকা-ভাতিজার পার্টি। উত্তরপ্রদেশের রাজনীতি থেকে এই পরিবারবাদীদের নির্মূল করতে হবে।
শুধু মোদী, যোগীই নন, উত্তরপ্রদেশের চলতি বিধানসভা ভোটের প্রচারে প্রধান প্রতিপক্ষ সমাজবাদী পার্টির বিরুদ্ধে বিজেপির এটা অন্যতম ইস্যু। সেই পরিবারে ভাঙনও ধরিয়েছে তারা। মুলায়মের ছোট বউমা সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি জোর প্রচার করছে মুলায়মের আশীর্বাদ, সমর্থন আছে ছোট ছেলে ও ছোট বউমার প্রতি। বড়ছেলের প্রতি নেই।
গেরুয়া শিবিরের লাগাতার অভিযোগের জবাব দিতে সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পাল্টা আক্রমণে নাম না করে মোদী ও যোগীর উদ্দেশে বলেন, যাঁরা সংসারী মানুষ নয়, তাঁরা কী করে বুঝবে মানুষের দুঃখকষ্ট? কানপুরের সভায় অখিলেশ বলেন, ‘বিজেপির লোকেরা সংসার ধর্ম করে না। তাঁরা আমার আপনার দুঃখ কী করে বুঝবে?
ওয়াকিবহাল মহল মনে করছে বিজেপির রাজনৈতিক আক্রমণকে এবাবেই অরাজনৈতিক অস্ত্র দিয়ে ঘায়েল করতে চেয়েছেন মুলায়ম পুত্র। রাজনৈতিক মহল মনে করছে বিজেপির লোকেরা সংসার করে না বলতে অখিলেশ আসলে প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী যোগীকে বোঝাতে চেয়েছেন। প্রধানমন্ত্রী বিয়ে করলেও স্ত্রী’র সঙ্গে থাকেন না। তরুণ বয়সেই তিনি পরিবারের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়েছেন। অন্যদিকে, গেরুয়া বসনধারী যোগী অবিবাহিত। মুখ্যমন্ত্রী হওয়ার আগে ছিলেন গোরখনাথ মন্দিরের মোহন্ত।