১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মূল চক্রী তিনি। তাঁর বিরুদ্ধে ভারতে একাধিক মামলা চলছে। এরই মধ্যে ফের একবার শিরোনামে ডন দাউদ ইব্রাহিম। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনআইএ-র দাবি, ইতিমধ্যেই ভারতে ফের নাশকতার ছক কষে ফেলেছে দাউদ। এমনকী তার জন্য বিশেষ বাহিনীও তৈরি করা হয়েছে। দাউদের হিটলিস্টে রয়েছেন দেশের প্রথমসারির রাজনৈতিক নেতা থেকে নামী উদ্যোগপতীরা। এনআইএ-র হাতে বেশ কিছু সন্দেহজনক তথ্য উঠে আসার ফলেই এমন সম্ভাবনার কথা আরও জোরালো হয়েছে।
সম্প্রতি আর্থিক তছরুপের মামলায় দাউদের বিরুদ্ধে তৎপর হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, এ ব্যাপারে দাউদের ভাই ইকবাল কাসকর-সহ বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। শুক্রবারই ইকবালকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। এই ঘটনার মধ্যেই বেশ কিছু তথ্য এনআইএ-র হাতে এসেছে। তাদের দাবি, দাউদের নির্দেশে একটি বাহিনী তৈরি হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার ছক কষছে তারা। রাজনৈতিক নেতা থেকে ব্যবসায়ীরা রয়েছেন তাদের হিটলিস্টে।